মেন’স কর্ণার : শীতে চাই কোট, ব্লেজার
তারেক হায়দার

হেমন্তের পর আসে শীতকাল। পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। এ সময় দিন-রাত সর্বক্ষণ শীত অনুভূত হলেও সকাল বেলার মুহূর্তটি আরও দারুণ। এই শীতে ছেলেদের এমন পোশাক চাই যা ফ্যাশনেবল এবং শীতের উপযোগীও বটে। শীতে পুরুষের সবচেয়ে বেশি পছন্দের পোশাক হচ্ছে কোট, ব্লেজার, জ্যাকেট। আর চাকরিজীবী বেশিরভাগ পুরুষই কোট, ব্লেজার পরতে পছন্দ করে। শীতের সকালে সূর্যোদয় হয় অনেক দেরিতে। সূর্যাস্ত হয় তেমনি আগে। চাকরিজীবী পুরুষের সূর্যের আশায় বসে না থেকে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হয় নিজ নিজ কর্মক্ষেত্রে।
যতই শীত আসুক না কেন, চাকরিজীবী পুরুষের সময়কে ধরে রাখতে পারে না। তাদের বেরিয়ে পড়তে হয় সময়মত। শীতের সঙ্গে যুদ্ধ করে জীবন চালাতে হয়। তাই তাদের জন্য চাই এমন পোশাক যা শীতকে প্রতিরোধ করে এবং ফ্যাশনেবলও বটে। শীতের রাত হয় অনেক দীর্ঘ। এই সময় পুরুষের ফ্যাশনেবল পোশাক হচ্ছে কোট, ব্লেজার, জ্যাকেট। বর্তমানে শীতকালে সবশ্রেণীর পুরুষের পছন্দের পোশাক কোট, জ্যাকেট। এখন আপনার পছন্দের কোট, ব্লেজার কোথায় বানাবেন। আপনার বাজেট ও রুচির উপর নির্ভর করে শহরের অন্যতম বিখ্যাত টেইলার্সগুলো শীতের নানা পোশাক প্রস্তুত করে থাকে। যেগুলোর মধ্যে কোট, ব্লেজার প্রধান।
পুরুষের ফ্যাশনজগতের অন্যতম সানমুন টেইলার্স। সানমুন টেইলার্সের সাতটি শাখা রয়েছে। ১৯৮২ সাল থেকে পুরুষের রুচি অনুযায়ী পোশাক প্রস্তুত করছে। সানমুন টেইলার্সে আপনার কোট, ব্লেজার তৈরি করতে মজুরি লাগবে ৩৩০০ টাকা। ১২ দিনের মধ্যে তৈরি করা পোশাকটি আপনার হাতে পাবেন। সানমুন টেইলার্সের প্রধান শাখা ২১ বঙ্গবন্ধু এভিনিউ (বায়তুল মোকাররম) অন্যান্য শাখাগুলো হচ্ছে বসুন্ধরা সিটি, ধানমন্ডি প্লাজা, নিউ এলিফ্যান্ট রোড অন্যান্য।
স্টার টেইলার্স পুরুষের ফ্যাশন জগত্ আরেকটি নাম। আপনার কোট, ব্লেজার তৈরি করতে মজুরি লাগবে ২৮০০ টাকা। এই টেইলার্সটি আপনার তৈরি করা পোশাক ৮-১০ দিনের মধ্যে আপনাকে দেবে। বর্তমান ফ্যাশন জগতের আরেকটি নাম আবেদিন টেইলার্স। পুরুষের যে কোনো ডিজাইনের কোট, ব্লেজার তৈরি করা হয়। আপনার পছন্দের মতো কোট, ব্লেজার তৈরি করতে আবেদিন টেইলার্সের মজুরি দিতে হবে ৩,৫০০ টাকা। ১০ দিনের ভেতর তৈরি পোশাকটি পাবেন। ঠিকানা : ১০১ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফ্যাশন জগতের আরেকটি নাম টপ টেন টেইলার্স। এটি পুরুষের পোশাক তৈরির অন্যতম প্রতিষ্ঠান, আপনার পছন্দের মতো ব্লেজার তৈরি করতে পারেন ৩,২১০ টাকা আর স্যুট ৩,৫০০ টাকার মধ্যে। টপটেন টেইলার্সের দুটি শাখা রয়েছে এলিফ্যান্ট রোড ও গুলশান।
বি.দ্র. ব্লেজার বা স্যুটের এমব্রয়ডারি কাজের মূল্য ভিন্ন হয়ে থাকে।
যতই শীত আসুক না কেন, চাকরিজীবী পুরুষের সময়কে ধরে রাখতে পারে না। তাদের বেরিয়ে পড়তে হয় সময়মত। শীতের সঙ্গে যুদ্ধ করে জীবন চালাতে হয়। তাই তাদের জন্য চাই এমন পোশাক যা শীতকে প্রতিরোধ করে এবং ফ্যাশনেবলও বটে। শীতের রাত হয় অনেক দীর্ঘ। এই সময় পুরুষের ফ্যাশনেবল পোশাক হচ্ছে কোট, ব্লেজার, জ্যাকেট। বর্তমানে শীতকালে সবশ্রেণীর পুরুষের পছন্দের পোশাক কোট, জ্যাকেট। এখন আপনার পছন্দের কোট, ব্লেজার কোথায় বানাবেন। আপনার বাজেট ও রুচির উপর নির্ভর করে শহরের অন্যতম বিখ্যাত টেইলার্সগুলো শীতের নানা পোশাক প্রস্তুত করে থাকে। যেগুলোর মধ্যে কোট, ব্লেজার প্রধান।
পুরুষের ফ্যাশনজগতের অন্যতম সানমুন টেইলার্স। সানমুন টেইলার্সের সাতটি শাখা রয়েছে। ১৯৮২ সাল থেকে পুরুষের রুচি অনুযায়ী পোশাক প্রস্তুত করছে। সানমুন টেইলার্সে আপনার কোট, ব্লেজার তৈরি করতে মজুরি লাগবে ৩৩০০ টাকা। ১২ দিনের মধ্যে তৈরি করা পোশাকটি আপনার হাতে পাবেন। সানমুন টেইলার্সের প্রধান শাখা ২১ বঙ্গবন্ধু এভিনিউ (বায়তুল মোকাররম) অন্যান্য শাখাগুলো হচ্ছে বসুন্ধরা সিটি, ধানমন্ডি প্লাজা, নিউ এলিফ্যান্ট রোড অন্যান্য।
স্টার টেইলার্স পুরুষের ফ্যাশন জগত্ আরেকটি নাম। আপনার কোট, ব্লেজার তৈরি করতে মজুরি লাগবে ২৮০০ টাকা। এই টেইলার্সটি আপনার তৈরি করা পোশাক ৮-১০ দিনের মধ্যে আপনাকে দেবে। বর্তমান ফ্যাশন জগতের আরেকটি নাম আবেদিন টেইলার্স। পুরুষের যে কোনো ডিজাইনের কোট, ব্লেজার তৈরি করা হয়। আপনার পছন্দের মতো কোট, ব্লেজার তৈরি করতে আবেদিন টেইলার্সের মজুরি দিতে হবে ৩,৫০০ টাকা। ১০ দিনের ভেতর তৈরি পোশাকটি পাবেন। ঠিকানা : ১০১ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফ্যাশন জগতের আরেকটি নাম টপ টেন টেইলার্স। এটি পুরুষের পোশাক তৈরির অন্যতম প্রতিষ্ঠান, আপনার পছন্দের মতো ব্লেজার তৈরি করতে পারেন ৩,২১০ টাকা আর স্যুট ৩,৫০০ টাকার মধ্যে। টপটেন টেইলার্সের দুটি শাখা রয়েছে এলিফ্যান্ট রোড ও গুলশান।
বি.দ্র. ব্লেজার বা স্যুটের এমব্রয়ডারি কাজের মূল্য ভিন্ন হয়ে থাকে।
No comments:
Post a Comment